Taiwan: ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, কম্পনের তীব্রতা ছিল ৫.১

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪২: আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান (Taiwan)। বৃহস্পতিবার তাইওয়ানের পূর্ব উপকূলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.১। সংবাদ সংস্থা রয়টার্স, ওই দ্বীপরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
জানা গিয়েছে, ভূমিকম্পটির (Earthquake) উৎসস্থল বা এপিসেন্টার ছিল হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩১.৬ কিলোমিটার গভীরে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে রাজধানী তাইপেইয়ের বিভিন্ন ভবন কিছুক্ষণের জন্য কেঁপে ওঠে। তবে স্বস্তির খবর হলো, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। দুটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূকম্পন অনুভূত হয়। এর আগেও তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের ইতিহাস রয়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। তারও আগে, ১৯৯৯ সালে ৭.৩ তীব্রতার এক বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ২,০০০-এরও বেশি মানুষ।
শুধু তাইওয়ান নয়, ভারতের পূর্বদিকের প্রতিবেশী দেশগুলিতে গত কয়েকদিন ধরেই ভূকম্পন অনুভূত হচ্ছে। জাপানের হোক্কাইডো দ্বীপে ৬.৫ তীব্রতার ভূমিকম্প হওয়ার ঠিক এক সপ্তাহ পরেই তাইওয়ানে এই নতুন করে কম্পন অনুভূত হল। প্রসঙ্গত, গত সোমবারই উত্তর-পূর্ব জাপানে ৭.৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার গভীরতা ছিল ৫৭ কিলোমিটার। ওই ঘটনার পর জাপানে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল।