ঘোর কলি! ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে মোদীকে নীতিকথার পাঠ পড়াল তালিবানও

নূপুর শর্মা হজরত মহম্মদকে নিয়ে অসম্মানজনক কথা বলায় রণক্ষেত্র হয়ে উঠেছিল কানপুর। মধ্যপ্রাচ্যের দেশ থেকেও ধেয়ে আসে নিন্দার ঝড়।

June 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে এবার তালিবানদের কাছ থেকে নীতি কথা শুনতে হচ্ছো!

তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছেন, ‘আমরা ভারত সরকারের কাছে আর্জি জানাচ্ছি এই ধরণের ধর্মান্ধদের পবিত্র ইসলাম ধর্মকে অপমান এবং মুসলিমদের উসকানি দেওয়া থেকে বিরত থাকুক।’ মুজাহিদ আরও বলেন, ‘ভারতে শাসকদলের এক আধিকারিকদের নবি মহম্মদকে নিয়ে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান।’

নূপুর শর্মা হজরত মহম্মদকে নিয়ে অসম্মানজনক কথা বলায় রণক্ষেত্র হয়ে উঠেছিল কানপুর। মধ্যপ্রাচ্যের দেশ থেকেও ধেয়ে আসে নিন্দার ঝড়। এখনও পর্যন্ত ১৪টি দেশ নূপুরের বক্তব্যের নিন্দা করেছে। এই দেশগুলি হল- ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডন, আফগানিস্তান, পাকিস্তান, বাহরিন, মলদ্বীপ এবং ইন্দোনেশিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen