পতনের মুখে কাবুল, চারদিক থেকে ঢুকছে তালিবান

চারিদিক থেকে পিলপিল করে তালিবান যোদ্ধারা ঢুকতে শুরু করেছে

August 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

পতনের মুখে আফগানিস্তানের(Afghanistan) রাজধানী কাবুল( Kabul)। চারিদিক থেকে পিলপিল করে তালিবান যোদ্ধারা ঢুকতে শুরু করেছে। আগে থেকেই সেখানে সমস্ত দপ্তর খালি করে দিয়েছে আশরফ গনি সরকার। হেলিকপ্টার পাঠিয়ে আমেরিকা-সহ অন্যান্য দেশও নিজেদের দূতাবাস খালি করে নিয়েছে। প্রাণভয়ে কাবুল ছেড়েছেন বহু মানুষ। জালালাবাদের মতো কাবুলও বিনাযুদ্ধে তালিবানের হাতে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কূটনীতিবিদরা। 

প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখা, দেশে শান্তি ফিরিয়ে আনাই তাঁর প্রধান লক্ষ্য বলে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন আশরফ গনি। রাতে মাজার-ই-শরিফ দখল হয়ে যাওয়ার পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। তাঁ দেশত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে। অন্য দিকে, তালিবানের সঙ্গে ভিতরে ভিতরে আমেরিকার কথা হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে কূটনৈতিক সূত্রে। 

তালিবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে এ বছর ৯ মার্চ থেকে সেনা সরাতে শুরু করে আমেরিকা। তার পর থেকেই ডালপালা মেলতে শুরু করে তালিবান। জুন মাসের শেষ দিকে সরাসরি আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাধে তাদের। তাতে আফগান বাহিনীকে পরাস্ত করে দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগোতে শুরু করে তালিবান। তার পর দেড় মাসের মধ্যেই আফগানিস্তানের দখল নিল তারা।

গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তাদের হাতে ছিল। কিন্তু এর পর কার্যত ঝড়ের গতিতে এগোতে শুরু করে তালিবান। একে একে হেরাট, আয়বাক, গজনি, কন্দহর, তালিকান, কুন্দুজ দখল করে তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তালিবান। তার পর রবিবার সকালে দক্ষিণের জালালাবাদ দখল করে তারা। রবিবার সকাল পর্যন্ত মোট ২৬টি প্রদেশ তালিবানের দখলে ছিল।

এদিকে বিবৃতি দিয়ে হিংসা এড়াতে যোদ্ধাদের নিষেধ করল তালিবান। যে বা যাঁরা কাবুল ছেড়ে চলে যেতে ইচ্ছুক, তাঁদের নিরাপদে বেরিয়ে যেতে দেওয়ার নির্দেশ। মহিলাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক তালিবান নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen