ইংল্যান্ডের কোর্টে তামান্নার দাপট: মাত্র ১৬ বছরেই চারটি ট্রফি জয় বঙ্গকন্যার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২৫: রাজারহাট নিউটাউনের তামান্না সাহা—বাংলার এক উজ্জ্বল নাম, যিনি মাত্র ১৬ বছর বয়সেই ব্রিটিশ টেনিস দুনিয়ায় নিজের ছাপ ফেলছেন। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী মার্গেট লন টেনিস ক্লাবে একের পর এক সাফল্য এনে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণী।
ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় নুথাল ভেসের স্মরণে আয়োজিত নুথাল ভেস মার্গেট লন টেনিস ক্লাব ওপেন ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সে চারটি ট্রফি জিতেছে তামান্না। মহিলাদের সিঙ্গলস ও মিক্সড ডাব্ল্স—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সে। এছাড়া অনূর্ধ্ব-১৮ সিঙ্গলস ও ডাবলসের ফাইনালে পৌঁছে রানার্স আপ ট্রফি জিতেছে এই কিশোরী প্রতিভা।
এটাই প্রথম নয়, ইংল্যান্ডের প্রাচীনতম ঘাসের কোর্টগুলির একটিতে অনুষ্ঠিত ওয়ালমার ওপেনেও ওয়াইল্ডকার্ড এন্ট্রি পেয়েছিল তামান্না। সেখানে সেমিফাইনালে পৌঁছে নিজের প্রতিভার প্রমাণ রেখেছিল। পাশাপাশি কেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপ-এ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়।
কোর্টের বাইরেও তার সংগ্রাম কম নয়। জুলাই মাসে মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গুরুতর চোট পেয়েছিল তামান্না। কিন্তু সেই আঘাতকে উপেক্ষা করেই পরদিন টেনিস ম্যাচে কোর্টে নেমেছিল সে—এক সত্যিকারের যোদ্ধার মতো।
আজ ইংল্যান্ডের মাটিতে যে তরুণী নিজের প্রতিভার আলো ছড়িয়ে দিচ্ছে, সে রাজারহাটের সন্তান। তামান্না সাহার এই সাফল্য কেবল ব্যক্তিগত জয় নয়—এ এক অনুপ্রেরণার গল্প, যা প্রমাণ করে পরিশ্রম থাকলে বয়স কখনও বাধা নয়।