Bengali: বাংলার পাশে তামিলনাড়ু, ভাষার অসম্মানে মুলতুবি প্রস্তাব আনলেন তামিল সাংসদ

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সমন্বয় দেখা যাচ্ছে, যা আগের অধিবেশনগুলোর তুলনায় লক্ষণীয়

August 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫২: বাংলা ভাষার প্রতি অসম্মানের ঘটনায় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে এবার সরাসরি সংসদে মুলতুবি প্রস্তাব আনতে চাইলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম টেগোর (Manickam Tagore) । এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) বাংলা ভাষা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভাষা নিয়ে গভীর আবেগ ও আত্মমর্যাদাবোধ কাজ করে, এবং তামিলনাড়ুর কংগ্রেস নেতা মনিকম টেগোর তার প্রস্তাবিত মুলতুবি নোটিসে বাংলা ভাষার (Bengali) মর্যাদা রক্ষার বিষয়টি তুলে ধরেছেন।

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল ও কংগ্রেসের (ইন্ডিয়ান National Congress) মধ্যে সমন্বয় দেখা যাচ্ছে, যা আগের অধিবেশনগুলোর তুলনায় লক্ষণীয়। সংসদ ভবনের ভেতরে ও বাইরে দু’দলের সাংসদরা একসাথে সক্রিয়, এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় তৃণমূলের দলনেতা হওয়ার পর এই জোট আরও শক্তিশালী হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

মনিকম টেগোরের এই নোটিস লোকসভায় গৃহীত হলে বাংলা ভাষার মর্যাদা নিয়ে জাতীয় স্তরে বিতর্ক তৈরি হতে পারে। একই সঙ্গে, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা আগামী দিনের রাজনীতিকে প্রভাবিত করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen