বিজেপি-যোগের অভিযোগ ওঠার পর বারাসতের প্রার্থী বদল ফরওয়ার্ড ব্লকের, বরানগরে বামেরা প্রার্থী করল তন্ময়কে

বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী পালটে ফেলল বামফ্রন্ট।

April 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী পালটে ফেলল বামফ্রন্ট। বারাসতে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে সপ্তাহ দেড়েক আগে প্রবীর ঘোষের নাম ঘোষণা করেছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তারপরই বিজেপি-যোগের অভিযোগ উঠেছিল প্রার্থীর বিরুদ্ধে।

যদিও প্রার্থী বদলের কারণ নিয়ে বামফ্রন্টের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শুধুমাত্র সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে প্রবীর ঘোষের পরিবর্তে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে বারাসত থেকে লড়াই করবেন সঞ্জীব চট্টোপাধ্যায়। যিনি বর্তমানে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক। আবার বারাসতে টানা তিনবারের কাউন্সিলরও হয়েছিলেন।

পাশাপাশি এদিন বরানগরের উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করে দিল বামফ্রন্ট। তাপস রায়ের ছেড়ে যাওয়া ওই আসনে সিপিএমের তরফে লড়বেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সায়ন্তিকা-সজল ঘোষদের বিরুদ্ধে বর্ষীয়ান মুখেই আস্থা রাখল সিপিএম। এর আগে ২০১৬ সালে উত্তর দমদম থেকে বিধায়ক হন তন্ময়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen