৪ দিন বন্ধ তারাতলা উড়ালপুল, জানুন বিকল্প রুট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: সপ্তাহের শুরুতেই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে প্রবল যানজটের আশঙ্কা। আজ, শনিবার থেকে আগামী ৪ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো তারাতলা উড়ালপুল (Taratala Flyover)। সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা বা ‘লোড টেস্টিং’-এর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ত দপ্তর (PWD) ও কলকাতা পুলিশ (Kolkata Police)।
পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শনিবার দুপুর ৩টে ৩০ মিনিট থেকে আগামী ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। টানা চার দিন গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকায় ডায়মন্ড হারবার রোড ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিকল্প রুটের রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে।বেহালা থেকে যে সব গাড়ি আলিপুরের দিকে আসবে, সেগুলিকে করুণাময়ী সেতু বা ব্রিজ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আলিপুর থেকে যে সব গাড়ি বেহালার দিকে যাবে, সেগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড এবং নিউ আলিপুর হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, এই চার দিন কাজের সুবিধার্থে এবং ভিড় এড়াতে চালকদের তারাতলা ক্রসিং এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।
২০০৬ সালে ডায়মন্ড হারবার রোডের যানজট কমাতে ৫৪০ মিটার দীর্ঘ এই উড়ালপুলটি চালু করা হয়েছিল। কিন্তু বারবার এই সেতুর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। চালুর মাত্র চার বছরের মাথায়, ২০১০ সালে উড়ালপুলে ফাটল দেখা দিলে দীর্ঘদিনের জন্য বেহালাগামী অংশটি বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীকালে ২০২২ সালের এপ্রিলে আবারও ফাটল নজরে আসে। তাই যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং উড়ালপুলের বর্তমান অবস্থা খতিয়ে দেখতেই এই ‘লোড টেস্টিং’-এর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত কাজ চলার কারণে সোমবার এবং মঙ্গলবার, সপ্তাহের এই দুই ব্যস্ত দিনে অফিস যাত্রীদের কিছুটা ভোগান্তির শিকার হতে হতে পারে বলে মনে করা হচ্ছে।