টার্গেট ছাব্বিশের ভোট, বঙ্গজয়ের স্বপ্ন পূরণে রাজ্য নেতাদের কী নির্দেশ দিলেন মোদী?

December 3, 2025 | 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: বঙ্গজয়ের স্বপ্ন পূরণে এবার রাজ্যের বিজেপি (BJP) সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লিতে আয়োজিত বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly elections) জয় সুনিশ্চিত করতেই হবে। সাংসদদের উদ্দেশে তাঁর নির্দেশ, কঠোর পরিশ্রম করে রাজ্যে বিজেপির জয় নিশ্চিত করতে হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, এসআইআর (SIR) শুদ্ধিকরণ প্রক্রিয়া কোনওভাবেই থামবে না, তা শেষ করতেই হবে। পাশাপাশি তিনি সাংসদদের নির্দেশ দেন, কেন্দ্রীয় প্রকল্পে লাভবানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

অন্যদিকে, একই দিনে গাজলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে তীব্র সুর চড়ান। তিনি বলেন, জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হবে এবং মানুষ তা ক্ষমা করবে না। কেন্দ্রকে ফের হুঁশিয়ারি দিয়ে মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলায় গণতন্ত্রকে বিপন্ন করতে চাইছে। তাঁর দাবি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণার আগে চালাকি করে এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভোটের দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক জনসভা আয়োজনের পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, ডিসেম্বরেই রানাঘাটে সভা করতে চান বিজেপি নেতারা এবং সম্ভাব্য দিন জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বাংলার পরিস্থিতি নিয়ে নিয়মিত রিভিউ-মিটিং (Review meeting) করবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen