উত্তম কুমারের বহুগামিতার প্রসঙ্গ টেনে নুসরতকে সমর্থন তসলিমার

যদিও লেখিকা জানিয়েছেন, এটি নুসরতের সমর্থনে লেখা নয়। কিন্তু নেটিজেনদের ধারণা, ভিন রাজ্যে থেকেও তিনি প্রকাশ্যে নুসরতকে সমর্থন করছেন।

June 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

 সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিবৃতির পর তোলপাড় রাজ্য, রাজনীতি। টলিপাড়াতেও হুলস্থুল কান্ড। বিবৃতি প্রকাশের আগে চতুর্দিকে রটে যায়, মা হতে চলেছেন নুসরত। শোনার পর নিখিল জৈন সাফ জানান, তিনি এই সন্তানের বাবা নন। তাহলে সন্তানের বাবা কে! ব্যস, সকলের কু নজরে এখন যশ দাশগুপ্ত। তিনিই কি নুসরতের সন্তানের বাবা? যদি তাই হয়, তিনি চুপ কেন! নুসরতের ‘অবৈধ বিয়ে’ স্বীকারোক্তির পর ইন্ডাস্ট্রির অনেকেই প্রকাশ্যে ট্রোল করেছেন তাঁকে। কিন্তু শুরু থেকেই অভিনেত্রীকে সমর্থন জানিয়ে যাচ্ছেন লেখিকা তসলিমা নাসরিন। বিবৃতি প্রকাশের আগে তসলিমা পরামর্শ দিয়েছিলেন, সম্পর্কে তিক্ততা বাড়লে বাদুড়ের মতো ঝুলে থাকার কোনও মানে হয় না। নুসরত একজন স্বনির্ভর মানুষ। এমনকি এও বলেছিলেন, সমাজে নিখিল এবং যশের মধ্যে কোনও পার্থক্য নেই। ফের নুসরতের পাশে দাঁড়ালেন তিনি। তবে নাম নেননি অভিনেত্রীর। লেখিকা স্পষ্ট জানিয়েছেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীর বহুগামিতা তাঁর লেখার বিষয়। উঠে এসেছে উত্তম কুমার, সমরেশ বসুর ব্যক্তিগত জীবনের কাহিনিও।

একজায়গায় তসলিমা (Taslima Nasrin) লেখেন, গৌরী দেবী, সুপ্রিয়া দেবীকে নিয়ে একসঙ্গে থাকতেন মহানায়ক। দুই বোনকে বিয়ে করেছিলেন সমরেশ বসু। এখনও পর্যন্ত তাহলে কি পুরুষের তুলনায় নারীর বহুগামিতায় বেশি সোচ্চার হয় সমাজ! প্রশ্ন তসলিমার। লেখার একজায়গায় বলেছেন, ‘যে মেয়েটির নিন্দে করছো, সেও তো একজনকে ছেড়ে আরেকজনকে নিয়ে থেকেছে। যা করেছে প্রকাশ্যে, লুকিয়ে নয়, কাউকে ঠকিয়ে নয়। তাহলে তার নিন্দে করছো কেন?’ এর আগে আরও একটি পোস্ট করেন নুসরতকে নিয়ে। যদিও লেখিকা জানিয়েছেন, এটি নুসরতের সমর্থনে লেখা নয়। কিন্তু নেটিজেনদের ধারণা, ভিন রাজ্যে থেকেও তিনি প্রকাশ্যে নুসরতকে সমর্থন করছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen