TCS: বড়সড় ছাঁটাইয়ের পথে টিসিএস, চাকরি যাবে ১২ হাজার কর্মীর

টিসিএস আগামী ২০২৬ অর্থবর্ষে তাদের কর্মীসংখ্যা দুই শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ১২,২০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।

July 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
TCS on the verge of major layoffs, 12,000 employees will lose their jobs
TCS on the verge of major layoffs, 12,000 employees will lose their jobs

ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টিসিএস (Tata Consultancy Services – TCS) আগামী ২০২৬ অর্থবর্ষে তাদের কর্মীসংখ্যা দুই শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী ১২,২০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে মধ্য এবং সিনিয়র ম্যানেজমেন্টের ওপর।

সংস্থাটি জানিয়েছে, নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence – AI) এবং নতুন বাজারে বিনিয়োগের কারণে এই সিদ্ধান্ত নিয়ে বাধ্য হচ্ছে তারা। এই পরিবর্তনের অংশ হিসেবেই অনেক কর্মীকে ছাঁটাই করা হবে।

বর্তমানে, TCS-এর মোট কর্মীসংখ্যা ৬,১৩,০৬৯। সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত মধ্য ও উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে থেকে এই ১২,২০০ জন ছাঁটাইয়ের তালিকায় পড়বেন।

TCS-এর এই পদক্ষেপ প্রমাণ করে, ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রথাগত ম্যানেজমেন্টে কাঠামোতে বড় রদবদল আসছে। নতুন যুগের এআই চালিত ব্যবসায়িক মডেলে টিকে থাকতে গেলে সংস্থাগুলিকে আরও দ্রুত এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকতে হবে।

এই পরিবর্তন কর্মসংস্থানের দিক থেকে উদ্বেগজনক হলেও, তবু অনেকেই মনে করছেন যে দীর্ঘমেয়াদে এর ফলে নতুন ধরণের কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে নতুন প্রজন্মের কর্মীদের সুযোগ বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen