শিক্ষক নিয়োগ মামলা: হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

March 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২০ সালে প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে পর্ষদের নম্বর বিভাজন তালিকায় গরমিলের অভিযোগ ছিল। গত ২ মার্চ ওই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রাপকরা।

বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ আপাতত এই মামলায় সিবিআই তদন্ত স্থগিত থাকবে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, একই মামলায় সিবিআই এবং ইডিকে কেন যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হল? একই সঙ্গে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়ার কী প্রয়োজনীয়তা রয়েছে, তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী শুনানিতে সিবিআই এবং ইডিকে এ বিষয়ে হলফনামা জমা করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen