#BREAKING সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল INDIA
মঙ্গলবার টিম ইন্ডিয়া তাদের স্ট্র্যাটেজি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার টিম ইন্ডিয়া তাদের স্ট্র্যাটেজি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হবে। বুধবার সকালে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ। এই বিষয়ে আলাদা করে অনাস্থা প্রস্তাব পেশ করেছে কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস-ও।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিরোধী নেতাদের চিঠি আলোচনায় বসবেন। কিন্তু টিম ইন্ডিয়া অনড় এবং তাঁরা চান মণিপুর ইস্যুতে জবাব দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনাস্থা প্রস্তাবের নিয়ম হল যদি কোনও এক সাংসদের আবেদনে কম করে ৫০ জনও সমর্থন করে তাহলে লোকসভার স্পিকার বাধ্য সেই আবেদন গ্রহণ করতে। কী হয় আজ সংসদে রাজনৈতিক মহল সেই দিকেই তাকিয়ে।