LIVE IND v SA, 1st ODI: ধোনির শহরে প্রোটিয়া বধ, সিরিজে এগিয়ে গেলেন রাহুলরা

November 30, 2025 | 3 min read
Published by: Raj
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২০: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এখনও দগদগে। এই পরিস্থিতিতে রবিবার তিন ম্যাচের একদিনের সিরিজে অভিযান শুরু করছে ভারত। প্রোটিয়াদের পাল্টা চুরমার হতে দেখার অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারি। কিন্তু কাজটা সহজ নয়। তার কারণ, টিম ইন্ডিয়ার অন্দরমহলেই যে নানা সমস্যা।

 

দেখুন প্রতি মুহূর্তের লাইভ আপডেট

২১:৫১: ৩৩২ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস, ১৭ রানে জয়ী ভারত

২০:৪৭: ৭০ রান করে আউট হয়ে গেলেন জেনসেন

১৯:৪২: হর্ষিত রানা শিকার করলেন দিবল্ড ব্রেভিসের উইকেট

১৯:৩৪:  ৩৯ রান করে আউট হলেন টোনি ডি জোরজি

১৮:২২: আউট হলেন এইডেন মারক্রাম

১৮:২০: হর্ষিত রানা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে কুইন্টন ডি কককে আউট করে দিলেন

১৮:১৮: রায়ান রিকলটনকে ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন হর্ষিত রানা

১৭:২৯: ৫০ ওভারে ভারতের রান ৩৪৯

১৭:২৪: প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন আর্শদীপ সিং

১৭:২৩: ৩২ রান করে আউট হলেন রবীন্দ্র জাদেজা।

১৭:১৯: ৫৬ বলে ৬০ করে ফিরলেন রাহুল

১৭:১৩: হাফ সেঞ্চুরি করলেন রাহুল

১৬:৫০: আউট বিরাট কোহলি

১৬.৩০: ৪০ ওভারে স্কোর ২৬৪/৪

১৬.২৫: ৫০ রানের পার্টনারশিপ পার করল কোহলি-রাহুলের জুটি। স্কোর ২৫৪/৪

১৫.৪৬: ১৯ বলে ১৩ রান করে আউট সুন্দর

১৫.৪৪: ৩০ ওভার শেষে স্কোর ১৯৮/৩

১৫.২৭: ১৪ বলে ৮ রান করে আউট রুতুরাজ, স্কোর ১৮৩/৩

১৫.২০: ২৫ ওভার শেষে স্কোর ১৭৯/২

১৫.০৫: ৫১ বলে ৫৭ করে আউট রোহিত

১৪.৫০: ৫০ এর গন্ডি পার কোহলির

১৪.৩২: ১০০ রানের গন্ডি পার করল ভারত

১৪.১৭: ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮০/১

১৪.০৩: ৫০ এর গন্ডি পার করল ভারত

১৩.৪০: ১৬ বলে ১৮ রান করে আউট জয়সওয়াল

১৩.২০: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

 

 

অধিনায়ক শুভমান গিলের ছিটকে যাওয়া এমনিতেই মস্ত বড় ধাক্কা। নেই পঞ্চাশ ওভারের ফরম্যাটের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের। বাঁ-হাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও রাখা হয়নি স্কোয়াডে। তার উপর নেতৃত্ব নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছে। ইডেনে প্রথম টেস্টে গিল ছিলেন ক্যাপ্টেন। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে টস করতে যান ঋষভ পন্থ। আর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেই দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। মজার হল, গুয়াহাটিতে পন্থের নেতৃত্বে খেলেছিলেন রাহুল। আর এই সিরিজে তারই উল্টোটা হতে চলেছে।

ক্রিকেটপ্রেমীদের ফোকাসে আবার দুই মহারথী। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট এবং টি-২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এখন দেশের হয়ে শুধু পঞ্চাশ ওভারের ঘরানাতেই খেলেন তাঁরা। ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলাই লক্ষ্য উভয়ের। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাবই সংশয় তৈরি করছে। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজের পর খেলার মধ্যে ছিলেন না কেউ। আবার পরের দু’মাসে মাত্র ছ’টি ওডিআই পাবেন দু’জনে। প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজের পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। ফলে ম্যাচ ফিট থাকা মোটেই সহজ নয়। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল যদিও দুই গ্রেটকেই কাপযুদ্ধে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সঙ্গে যদিও শর্ত থাকছে। শারীরিক ও মানসিকভাবে বিশ্বকাপে খেলার অবস্থায় থাকতে হবে। কিন্তু ম্যাচের অভাবে জং পড়বে না তো তাঁদের দক্ষতায়? সংশয় থাকছেই।

ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও রয়েছে ধোঁয়াশা। স্কোয়াডে ধ্রুব জুরেলকে ধরলে তিনজন কিপার। অথচ, সঞ্জু স্যামসনের জায়গা হয়নি। রাহুল ও পন্থ মিডল অর্ডরে নামা মানে ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মার জন্য দরজা বন্ধ। কারণ, এক থেকে তিন মোটামুটি ঠিকই আছে। শুরুতে রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল। আর তিনে যথারীতি বিরাট। এরপর চার ও পাঁচে রাহুল, পন্থ। পরের তিনটে স্লট সম্ভবত অলরাউন্ডারদের। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ রেড্ডি। একজন অলরাউন্ডারকে বসিয়ে কি ঋতুরাজ বা তিলককে খেলাবে ভারত? নাকি পন্থকে বসিয়ে রাখার সাহস দেখাবে হোমটিম?

পেস বিভাগের দায়িত্বে অবশ্যই অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। অনেকে অবশ্য তৃতীয় পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকেও খেলানোর পক্ষপাতী। সেক্ষেত্রে অবশ্য কুলদীপ যাদবের জায়গা হবে না প্রথম এগারোতে। তাতে অবশ্য লাভের সম্ভাবনা কম। কারণ কুলদীপ না খেললে মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়ার সম্ভাবনাও কমবে।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এক জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে দুটি করে মাইলফলকই স্পর্শ করতে পারেন তাঁরা। এক দিনের ক্রিকেটে দুই ব্যাটারের ভবিষ্যৎ চূড়ান্ত হয়ে যেতে পারে এই সিরিজের পারফরম্যান্সের নিরিখে। এমন পরীক্ষার সিরিজেও তাঁদের সামনে মাইলফলক স্পর্শের সুযোগ।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের রান এখন ১৯,৯০২। তাঁর দরকার আর ৯৮ রান। তা হলেই ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলবেন তিনি। ভারতের চতুর্থ এবং বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করবেন রোহিত।

রোহিত আর ২৭ রান করলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন। আর ৬৬ রান করলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করবেন। রোহিত আর ১৩৩ রান করলে দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করবেন।
অন্য দিকে, একটি শতরান করতে পারলে কোহলি একসঙ্গে ভেঙে দেবেন সচিন এবং ডেভিড ওয়ার্নারের একটি নজির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে কোহলি, সচিন এবং ওয়ার্নারের পাঁচটি করে শতরান রয়েছে। আর একটি শতরান করতে পারলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে কোহলির শতরানের সংখ্যা হবে ছয়। নতুন নজির গড়বেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen