আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ

 আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে ভারত।

February 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে ভারত। প্রথম ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ বাংলাদেশ। ওয়ান ডে ফরম্যাটে এখনও অবধি ভারত-বাংলাদেশ ৪১ বার মুখোমুখি হয়েছে। ৩২ বারই জিতেছে টিম ইন্ডিয়া। তবুও ২০০৭ বিশ্বকাপে পচা শামুকে পা কাটার তিক্ত অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার রয়েছে। তাই রোহিত বাহিনী
বাড়তি সতর্ক।

২০১৩ সালে ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ২০১৭ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল। হাইব্রিড মডেলে দুবাইয়ে খেলবে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও ভারতের বিরুদ্ধে খেলতে দুবাইয়ে আসতে হবে পাকিস্তানকে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ, তার আগে বাংলাদেশকে হারিয়ে মনোবল বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।

ভারতীয় ব্যাটিংয়ের ভরসা এখন শুভমান গিল। দুরন্ত ফর্মে তিনি। রোহিতের সঙ্গে ওপেন করবেন। তিনে নামবেন কোহলি। বিরাটের ব্যাটে বড় রান দেখার প্রতীক্ষায় ভারতীয় সমর্থকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স আয়ার। চার নম্বরে তাঁর জায়গা পাকা। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলকে পছন্দ কোচ গম্ভীরের। ঋষভকে হয়তো বসতে হতে পারে বেঞ্চে। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা, তিন অলরাউন্ডারের উপস্থিতি টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে শক্তিশালী করেছে। ভাবাচ্ছে দুবাইয়ের আবহাওয়া। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। উইকেট থাকছে ঢাকা। পিচে আর্দ্রতা থাকবে বেশি। ফলে বল ঘুরতে পারে। তিন স্পিনার নিয়ে নামতে পারেন রোহিত।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ভরসা সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। খেলা শুরু হবে দুপুর ২-৩০ মিনিটে। স্টার স্পোর্টস ও জিও হটস্টারে দেখা যাবে খেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen