স্পনসরশিপ ছাড়া এশিয়া কাপে নামছে টিম ইন্ডিয়া, নতুন টেন্ডার ডাকল বিসিসিআই

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, আর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অনুষ্ঠিত হবে ১৪ তারিখে।

September 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ড্রিম১১ (Dream11) এর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো জার্সিতে কোনও মূল স্পনসর ছাড়াই নামবে আন্তর্জাতিক টুর্নামেন্টে। এশিয়া কাপ ২০২৫–এর জন্য টিম ইন্ডিয়ার জার্সি থাকবে খালি, কারণ স্পোর্টস বিল পাশ হওয়ার পরই ড্রিম১১-এর চুক্তি বাতিল হয়ে যায়। এর মধ্যেই বিসিসিআই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন স্পনসরের জন্য ‘ইনভাইটেশন অব এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (IEOI) প্রকাশ করেছে।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫,৯০,০০০ টাকা জমা দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলো IEOI কিনতে পারবে। কেনার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, আর ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বিড ডকুমেন্টস। তবে বোর্ড স্পষ্ট জানিয়েছে, IEOI কেনা মানেই বিড করার অধিকার পাওয়া নয়। শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের পরেই কোনও সংস্থা আসল বিডে অংশ নিতে পারবে। একই সঙ্গে বিসিসিআই জানিয়ে দিয়েছে, প্রয়োজন মনে করলে যে কোনও সময় এই পুরো প্রক্রিয়া বাতিল বা পরিবর্তন করার অধিকার তাদের আছে।

ড্রিম১১ বিতর্কের পর এ বার বোর্ড আরও সতর্ক। তাই স্পনসর বাছাইয়ের ক্ষেত্রে একাধিক ক্যাটাগরি নিষিদ্ধ তালিকায় ফেলা হয়েছে। ইতিমধ্যেই যে সব ব্র্যান্ড টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত, যেমন স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক সংস্থা, ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সার্ভিস, বীমা কোম্পানি, নন-অ্যালকোহলিক কোল্ড ড্রিঙ্ক, হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি তারা আবেদন করতে পারবে না। একই সঙ্গে যেসব ক্যাটাগরি সরাসরি নিষিদ্ধ, তার মধ্যে রয়েছে অ্যালকোহল, বেটিং ও জুয়ার পরিষেবা, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত দ্রব্য এবং জনসমাজের নৈতিকতাকে আঘাত করে এমন কোনও ক্ষেত্র, যেমন পর্নোগ্রাফি।

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, আর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব অনুষ্ঠিত হবে ১৪ তারিখে। সূচি অনুযায়ী, ফাইনালে পৌঁছালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে। তবে আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছে কে হতে চলেছে ভারতের নতুন মূল স্পনসর। এশিয়া কাপে দল স্পনসরহীন নামলেও, খুব শীঘ্রই নতুন চুক্তির ঘোষণা আসবে বলে মনে করছে ক্রিকেট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen