ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর ভারতীয় দলকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে মস্করা

সামাজিক মাধ্যমে অনেককেই ভারত এবং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মস্করা করতে দেখা গেল।

November 10, 2022 | 3 min read
Published by: Drishti Bhongi

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে রোহিত শর্মাদের লজ্জাজনক হার কিছুতেই মেনে নিতে পারছে না ভারতীয়রা। সাড়া জাগিয়ে সেমিফাইনালে উঠেও রোহিত শর্মাদের জারিজুরি ইংরেজদের হাতে শেষ। সেমিফাইনালে এই হার যে কোনও ভারতীয় সমর্থকের কাছেই মেনে নেওয়া অত্যন্ত কঠিন। সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই। সঙ্গে নানা ধরনের মিম তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। বাংলাদেশ, পাকিস্তানের মানুষও যেন ভারত হারায় খুশি! সামাজিক মাধ্যমে অনেককেই ভারত এবং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মস্করা করতে দেখা গেল।

যেমন একজন ফেসবুকে লিখেছেন, ‘ভারত সব সময় বাংলা পরীক্ষায় নকল করে পাস করে কিন্তু আজকে ইংলিশ পরিক্ষায় ফেল করেছে ১০০ মার্কের ভাতরে ০ মার্ক পেয়েছে।’ অর্ঘ্য রায় বলে একজন ফেসবুকে লিখেছেন, ‘যাঁরা বলেছিল রোহিত শর্মা ক্যাপ্টেন হলে ভারত সব বিশ্বকাপ জিতবে তারা কোথায়?’

আবার ইংল্যান্ডের কাছে ভারতের হারের পরে রোহিত শর্মাদের টুইটারে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের হারের পরে টুইট করেছেন শাহবাজ। লিখেছেন, ‘‘তা হলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০।’’ শাহবাজ বোঝাতে চেয়েছেন ভারতকে ১০ উইকেটে হারানো দু’টি দল এ বারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে।

সেমিফাইনালে ভারতের হারের পর দেশ থেকেও বের করে দেওয়া হোক রাহুলকে, এমনও কথা বলেছেন নেটিজেনরা।

বাংলাদেশের এক সমর্থক ভারতের হার নিয়ে খোঁচা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘কমিটির টিমের’ এমন শোচনীয় পরাজয় কোনোভাবে মানতে পারছি না! হারতে পারে! তাই বলে ১০ উইকেটে হার! জস বাটলার ও অ্যালেক্স হেলস যেভাবে নির্দয়ভাবে ভারতের বোলারদের পিটালো! ওহ! ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কেন এইভাবে নির্দয় ও নির্মমভাবে পেটাল? আইসিসি’র কাছে বিচার চাওয়া উচিুত ভারতের!’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen