ঘোষিত হল বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, কারা এলেন টিমে?

বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বেশ কয়েকটি নতুন মুখের দেখা মিলল দল নির্বাচনে

September 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। বেশ কয়েকটি নতুন মুখের দেখা মিলল দল নির্বাচনে। আইপিএলের পারফরম্যান্সের জোরে জাতীয় দলে মায়াঙ্ক যাদব-সহ তিন ক্রিকেটার ডাক পেলেন। বহুদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটল কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীর। অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্রাম দেওয়া হল শুভমান গিলকে।

বাংলাদেশের বিরুদ্ধে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। মায়াঙ্ক যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা প্রথমবার ভারতীয় জার্সি পরবেন। রিয়ান পরাগের মতো তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে আসন্ন সিরিজে।

বাংলাদেশে সিরিজে কোনও সহঅধিনায়ক নেই। শ্রীলঙ্কা সফরে সহঅধিনায়ক ছিলেন শুভমান গিল। বাংলাদেশ সিরিজের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। তাই হয়ত শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এক নজরে ভারতের টি-২০ দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen