সকালে ট্রেলর, সন্ধ্যায় মিউজিক লঞ্চে জমজমাট টিম খাদানের প্রচার

প্রত্যেক জেলায় টিম খাদান জোরদার প্রচার করছে ছবির।

December 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঋতম প্রামাণিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টলিউডের সুপারস্টার দেব ও অভিনেতা যীশু সেনগুপ্তর বহু প্রতীক্ষিত ‘খাদান’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর, ২০২৪। এই ছবির রোমান্টিক গান ‘কিশোরী’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে। শুধু তাই নয় প্রত্যেক জেলায় টিম খাদান জোরদার প্রচার করছে ছবির।

আজ সকাল ৯টায় খাদান সিনেমার ট্রেলর প্রকাশ্যে এল। এই ট্রেলর দেখে দেবের ভক্তরা ভীষণ উত্তেজিত ও আনন্দিত। সিনেমাপ্রেমীরাও এই ছবির দিকে তাকিয়ে আছেন। সুপারস্টার দেব কামব্যাক করছেন অ্যাকশন অবতারে। সকল সিনে প্রেমীরা অপেক্ষা করে আছে খাদান ছবির দিকে।

আজ সাউথ সিটি মলে টিম খাদান উপস্থিত ছিল মিউজিক লঞ্চের জন্য। দেব সহ টিম খাদানকে দেখার জন্য ভিড় জমে যায় সাউথ সিটির বাইরে ও ভিতরে। জমজমাট জমকালো এই মিউজিক লঞ্চ ছিল চাঁদের হাট। নাচ গান ডায়লগে ভরপুর ছিল এই অনুষ্ঠান। টিম খাদানের সঙ্গে নাচ গান করলেন ওখানে উপস্থিত ফ্যানেরা ও আমজনতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen