Money Heist ওয়েবসিরিজের কায়দায় ব্যাঙ্কে ডাকাতি কর্নাটকে, ১৭ কেজি সোনা লুট!

ঋণ চেয়েও মেলেনি ব্যাঙ্ক থেকে।

April 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঋণ চেয়েও মেলেনি ব্যাঙ্ক থেকে। প্রত্যাখ্যাত হয়ে কর্নাটকের ওই ব্যাঙ্কের উপরেই প্রতিশোধের ভাবনা মাথায় আসে। টিভি শো, ওয়েব সিরিজ় এবং ইউটিউব দেখে ছকে ফেলেন ডাকাতির পরিকল্পনা। ডাকাতিও করেন। তবে লাভ হল না। পুলিশের হাতে ধরা পড়লেন ৩০ বছর বয়সি যুবক। গ্রেপ্তার তাঁর পাঁচ সঙ্গীও।

অভিযুক্ত যুবক এবং তাঁর সঙ্গীরা কর্নাটকের দাভাঙ্গেরের নিয়ামতির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র শাখায় ডাকাতি করেন গত বছর। তার পর থেকেই তদন্ত শুরু করেছিল পুলিশ। সম্প্রতি তাঁরা গ্রেপ্তার হয়েছেন।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘Money Heist’ দেখে অনুপ্রাণিত হয়ে ছয়জনের এই দল কর্ণাটকের দাভাঙ্গেরে জেলায় অভিনব ব্যাঙ্ক ডাকাতি ঘটায়। একদম ‘Money Heist’ সিরিজের কায়দায় মাসের পর মাস পরিকল্পনা করে ব্যাংকের সিসিটিভি-র হার্ডডিস্ক পর্যন্ত গায়েব করে তারা। তবে পাঁচ মাসের অনুসন্ধানের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ওই ছয় ডাকাত। উদ্ধার হয়েছে ১৭ কেজি সোনা, যার বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।

পুলিশি তদন্তে যা উঠে এসেছে, তা সিনেমার চেয়ে কম রোমহর্ষক নয়! ডাকাত দলের নেতা বিজয় কুমার আসলে একজন সাধারণ বেকারি ব্যবসায়ী ছিল। সে নিজের ব্যবসা বাড়ানোর জন্য ব্যাঙ্ক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ চেয়েছিল। কিন্তু তার ক্রেডিট স্কোর ভালো না থাকায় ব্যাঙ্ক সেই আবেদন খারিজ করে দেয়। পরপর দু’বার ঋণ না পেয়ে হতাশ বিজয় ঠিক করে, যেহেতু ব্যাংক তাকে টাকা দেবে না, তাই সে নিজেই টাকা হাতিয়ে নেবে ব্যাংক থেকে। তবে নিজের অ্যাকাউন্ট থেকে নয়, ব্যাঙ্কের লকার ভেঙে!

যেমন ভাবা তেমন কাজ। বিজয় ও তার দলবল ছয় মাস ধরে নেটফ্লিক্সের ‘Money Heist’ ও অন্যান্য ক্রাইম থ্রিলার দেখে ইউটিউবে বিভিন্ন চুরির কৌশল শিখে তৈরি করে ডাকাতির ব্লু প্রিন্ট। এরপর গত বছর অক্টোবরে কর্ণাটকের নিয়ামাটি শহরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-র একটি শাখায় ডাকাতি করে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen