বড়দিনেই চমক: প্রকাশ্যে ‘বিজয়নগরের হীরে’র টিজার, ক্রাচ হাতে দুর্ধর্ষ কাকাবাবু প্রসেনজিৎ
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: সাহস, বুদ্ধি আর রুদ্ধশ্বাস অভিযানের প্রতিশ্রুতি নিয়ে ফের পর্দায় ফিরছেন ‘কাকাবাবু’। রাজা রায়চৌধুরীর চরিত্রে আবারও দর্শকের সামনে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—এবার লক্ষ্য এক রহস্যময় ধন, ‘বিজয়নগরের হীরে’। বড়দিনের মুক্তির ভিড়ের মাঝে এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি না এলেও, কাকাবাবু অনুরাগীদের জন্য চমক দিতে কার্পণ্য করেননি নির্মাতারা। বড়দিনেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার, যা মুহূর্তে কাঁপন তুলেছে দর্শকমহলে।
টিজারে দেখা যায়, ক্রাচ হাতে নিয়েও অ্যাকশনে একচুলও পিছিয়ে নেই কাকাবাবু। সদলবলে তিনি পাড়ি দিয়েছেন কর্ণাটকের ঐতিহাসিক হাম্পিতে। সেখানেই লুকিয়ে রয়েছে ‘বিজয়নগরের হীরে’র রহস্য। সেই ধাঁধার জট খুলতেই এগোবে ছবির কাহিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ ছবি, পরিচালনায় চন্দ্রাশীষ রায়।
কাকাবাবুর বিশ্বস্ত সঙ্গী সন্তুর ভূমিকায় ফের দেখা যাবে আরিয়ান ভৌমিককে। পাশাপাশি নতুন দোসর হিসেবে থাকছে জোজো, রিঙ্কু ও রঞ্জনা। এসভিএফ ও এন আইডিয়াজের যৌথ প্রযোজনায় তৈরি ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত।
উল্লেখ্য, ‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ থেকে শুরু করে আগের সব পর্বেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছে কাকাবাবু। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই, ২০২৬ সালের ২৩ জানুয়ারি, আরও এক রোমাঞ্চকর অভিযানে প্রেক্ষাগৃহে ফিরছেন রাজা রায়চৌধুরী। প্রশ্ন একটাই—এবার কি সত্যিই ধরা দেবে ‘বিজয়নগরের হীরে’?