ই-পাস ছাড়াই মেট্রোয় যাত্রা কিশোর-কিশোরী, মহিলাদের

ফলে প্রত্যাশিত যাত্রী হচ্ছে না কলকাতা মেট্রোয়। সেই জন্যই ই-পাসের নিয়ম ধাপে ধাপে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

November 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার থেকে কিশোর-কিশোরী এবং মহিলারা ই-পাস (E-Pass) ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই সময়ের মধ্যে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পথে ১৫ বছর বা তার কম বয়সিদের স্মার্ট কার্ডের সঙ্গে পরিচয়পত্রও রাখতে হবে। আর মহিলারা স্রেফ স্মার্ট কার্ডের মাধ্যমে এই পরিষেবা নিতে পারবেন। উল্লেখ্য, করোনা পর্বে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৪ সেপ্টেম্বর মেট্রো পরিষেবা নতুন করে চালু হয়েছে। স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং ভিড় নিয়ন্ত্রণে ই-পাসের ব্যবহার শুরু হয়েছে মেট্রোর নর্থ-সাউথ করিডরে। কিন্তু অসংখ্য যাত্রী এই ব্যবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি। ফলে প্রত্যাশিত যাত্রী হচ্ছে না কলকাতা মেট্রোয়। সেই জন্যই ই-পাসের নিয়ম ধাপে ধাপে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, করোনা সংক্রমণের (Coronavirus) হার দ্রুত কমতে থাকলে ই-পাস ব্যবহারের নিয়ম অনেকটাই শিথিল করা হবে। প্রসঙ্গত, প্রাক করোনা পর্বে কাজের দিনে নর্থ-সাউথ করিডরে গড়ে সাড়ে ছয় থেকে সাত লাখ যাত্রী চলাচল করতেন। আনলক পর্বে মেট্রো চালুর পর বুধবার প্রথম যাত্রী সংখ্যা এক লাখ ছুঁয়েছিল। এদিকে, সমস্যা এড়াতে প্রবীণ নাগরিকদের জন্য প্রথমে দিনের ব্যস্ত সময় বাদ দিয়ে ই-পাস ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। বর্তমানে বয়স্কদের জন্য ই-পাস পুরোপুরিই তুলে দেওয়া হয়েছে। এখন প্রবীণ নাগরিকদের নিজের পরিচয়পত্র দেখিয়ে স্মাট কার্ডের (Smart Card) মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে। ঠিক তেমনই মহিলা এবং কিশোর-কিশোরীদের জন্য প্রথমে দিনের ব্যস্ত সময় বাদ দিয়ে এই সুবিধা চালু করা হল। সূত্রের দাবি, আগামীতে গোটা দিনের জন্যই এই নিয়ম কার্যকর হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen