শাহের জুতো তুলছেন তেলঙ্গানার BJP সভাপতি? জাত্যাভিমান নিয়ে প্রশ্ন TRS-এর

জাত্যভিমানের প্রশ্ন তুলে টুইটে তিনি বিজেপি রাজ্য সভাপতিকে তেলঙ্গানার গৌরব বলে বিদ্রুপ করেছেন। তিনি লিখেছেন, রাজ্যের মানুষ দেখছেন গুজরাতের দাস কারা।

August 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তেলঙ্গানার (Telangana) বিজেপি রাজ্য সভাপতি বন্দি সঞ্জয় কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) জুতো এগিয়ে দিলেন। এক VIRAL ভিডিও-তে দেখা যাচ্ছে, সেকেন্দরাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দির থেকে বেরিয়ে আসার সময় সিঁড়ির নীচে রাখা বিজেপির এই নেতা অমিত শাহের জুতো তাঁর পায়ের কাছে এগিয়ে দিচ্ছেন। এই ভিডিয়োটি অবশ্য টুইট করেছে বিজেপি-বিরোধী তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS)। দৃষ্টিভঙ্গী অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

টিআরএস নেতা তথা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র, রাজ্যের মন্ত্রী কে টি রামারাও তাঁর টুইটে ভর্ৎসনা করেছেন (বিজেপি BJP) রাজ্য সভাপতি বন্দি সঞ্জয় কুমারকে (Sanjay Kumar)। জাত্যভিমানের প্রশ্ন তুলে টুইটে তিনি বিজেপি রাজ্য সভাপতিকে তেলঙ্গানার গৌরব বলে বিদ্রুপ করেছেন। তিনি লিখেছেন, রাজ্যের মানুষ দেখছেন গুজরাতের দাস কারা। এই জনতাই তেলঙ্গনার আত্মাভিমানকে যারা ধুলোয় লুটনোর চেষ্টা করবে, তাদের মুখের উপর জবাব দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen