সেকেন্ডারি স্কুল এগজামের প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার তেলেঙ্গানার BJP সভাপতি

সঞ্জয় কুমারের গ্রেপ্তারির বিরোধিতায় সরব হয়েছে সে রাজ্যের বিজেপি নেতারা।

April 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
গ্রেপ্তার তেলেঙ্গানার BJP সভাপতি ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর তেলেঙ্গানা সফরের আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সে রাজ্যের বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার। সেকেন্ডারি স্কুল এগজামের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই সঞ্জয় কুমারের গ্রেপ্তারি ঘিরে উত্তাল তেলেঙ্গানার রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সঞ্জয় কুমারের গ্রেপ্তারিকে ঘিরে ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপির সংঘাত চরমে পৌঁছেছে।

সঞ্জয় কুমারের গ্রেপ্তারির বিরোধিতায় সরব হয়েছে সে রাজ্যের বিজেপি নেতারা। গেরুয়া নেতাদের দাবি, সঞ্জয় কুমারকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তারা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিল। যদিও পুলিশ এফআইআরের কপি প্রকাশ করে জানিয়েছে এসএসই প্রশ্নপত্র ফাঁসের মামলায় সঞ্জয় কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির প্রতিবাদে বিভিন্ন থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen