এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছাচ্ছে রাজ্যের টেলিমেডিসিন পরিষেবা

Tele Medicine,

July 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১২: কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। ৩৪ বছরের বাম (CPIM) জমানার অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থার (Health Sector) দিকে বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই ২০২১ সালের আগস্টে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ইঙ্গিত পোর্টাল যার মাধ্যমে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হয়। গত মে মাসেই সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে, রাজ্য সরকারের স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পে উপকৃত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ।

আজ নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে এই পরিষেবাটি ১০,০০০-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্রে উপলব্ধ, যা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তুলেছে।

তিনি লিখেছেন, “আমি গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের স্বাস্থ্য বিভাগের একটি অনন্য টেলিমেডিসিন উদ্যোগ ‘স্বাস্থ্যইঙ্গিত’, যা ২০২১ সালের আগস্টে শুরু হওয়ার পর থেকে প্রায় ৬ কোটি টেলিমেডিসিন পরিষেবা প্রদান করে একটি মাইলফলক অর্জন করেছে। আজ, এই পরিষেবাটি ১০,০০০-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্রে উপলব্ধ, যা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তুলেছে। এমনকি এই উদ্যোগের কারণে প্রত্যন্ত অঞ্চলে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অঙ্কলজি, পেডিয়াট্রিশিয়ানরাও পরিষেবা দিচ্ছে। আমি ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মীদের পাশাপাশি এই অনন্য উদ্যোগের সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানাই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen