Hyderabad Reactor Blast: হায়দ্রাবাদের পাশে ভয়াবহ বিস্ফোরণ: ১২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত অন্তত ২০
উদ্ধারে সাহায্য করতে ঘটনাস্থলে পাঠানো হয় দু’টি ফায়ার রোবট (fire robot), ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং অন্যান্য রেসকিউ টিম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪১: হায়দ্রাবাদের কাছে পাসামাইলারামে (Pashamailaram) সোমবার সকালবেলায় একটি ভয়াবহ দুর্ঘটনায় সিগাচি কেমিক্যালস (Sigachi Chemicals) নামক এক কেমিক্যাল ফ্যাক্টরিতে (chemical factory) রিঅ্যাক্টর বিস্ফোরণের (reactor blast) ফলে এখনও পর্যন্ত অন্তত ১২ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টা নাগাদ সংগারেড্ডি (Sangareddy) জেলার এই শিল্পাঞ্চলে ঘটে বিস্ফোরণটি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতর। প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে তিনতলা একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ে, আর তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৬৫ জন কর্মী।
সকাল ৯টা ৩৭ মিনিট নাগাদ দমকলে আগুন লাগার খবর পৌঁছানোর পরপরই পাটানচেরু, সংগারেড্ডি, কুকাটপল্লি, মাধাপুর, জিডিমেটলা ও রাজেন্দ্রনগর স্টেশন থেকে মোট ১১টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।
উদ্ধারে সাহায্য করতে ঘটনাস্থলে পাঠানো হয় দু’টি ফায়ার রোবট (fire robot), ডিজাস্টার রেসপন্স ফোর্স (Disaster Response Force) এবং অন্যান্য রেসকিউ টিম (rescue team)। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে খুঁজে বের করার কাজ চলছে টানা।
প্রথমদিকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়, তবে পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২-তে। অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ধরণের দুর্ঘটনা আবারও প্রশ্ন তোলে ভারতে কর্মস্থলের নিরাপত্তা (workplace safety) এবং কেমিক্যাল ইউনিটগুলির নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটলো, আদৌ নিরাপত্তা প্রোটোকল (safety protocol) মানা হচ্ছিল কিনা, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
🔚 উপসংহার
একটি দিনের শুরুতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা বহু পরিবারের জীবনে নেমে এসেছে অন্ধকার। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কড়া ভূমিকা নেওয়া এখন সময়ের দাবি।