Kolkata Fire: বাইপাসের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আতঙ্কে এলাকাবাসী
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন একটি প্লাস্টিকের গোডাউনে আচমকাই আগুন লাগে। মুহূর্তে প্রায় ২ হাজার স্কোয়ার ফুট এলাকা আগুনে পুড়ে যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৭: কলকাতা (Kolkata) আবারও কেঁপে উঠল অগ্নিকাণ্ডে (Fire)। বুধবার দুপুরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন একটি প্লাস্টিকের গোডাউনে আচমকাই আগুন লাগে। মুহূর্তে প্রায় ২ হাজার স্কোয়ার ফুট এলাকা আগুনে পুড়ে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে গোডাউন ও তার লাগোয়া একাধিক ঝুপড়ি। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বাইপাস থেকেও দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা আর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী।
প্রাথমিকভাবে স্থানীয়রাই জল ও বালতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু প্লাস্টিক জাতীয় দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০-২৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) একাধিক ইঞ্জিন। শুরু হয় দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতা।
এলাকাবাসীদের একাংশের দাবি, একটি মিটার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফলে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থল হোটেল জেডব্লিউ ম্যারিয়টের পিছন দিকে হওয়ায় আতঙ্ক ছড়ায় অভিজাত এলাকাতেও। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলেই অনুমান দমকল কর্তৃপক্ষের।