ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা! ১৫ আগস্টের আগে জারি হাই অ্যালার্ট

সম্প্রতি খালিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ এর কমান্ডার গুরপতওয়ান্ত সিং পান্নুনের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে।

August 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের জঙ্গি হামলার সতর্কতা জারি করেছে কেন্দ্র। নিশানায় রয়েছে লালকেল্লা, পুরীর জগন্নাথ মন্দির, জনবহুল রেলস্টেশন ও বিমানবন্দর। গোয়েন্দা রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ পেয়েছে।

সম্প্রতি খালিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ এর কমান্ডার গুরপতওয়ান্ত সিং পান্নুনের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। তিনি হুমকি দিয়েছেন, আসন্ন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের উদযাপনে ধ্বংসের জন্য ভারত প্রস্তুত থাকুক। এর আগেও পান্নুন বিভিন্ন সময়ে নানাবিধ হুমকি দিয়েছিলেন। তবে স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনও হুমকিকে গুরুত্বহীনভাবে নিতে চাইছে না। ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর থেকে এসেছে গোয়েন্দা রিপোর্ট, যেখানে সন্দেহজনক ‘মুভমেন্ট’ লক্ষ্য করা যাচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছে বুধবার জগন্নাথ ধাম পুরী থেকে।

জগন্নাথ মন্দিরের কাছে, পরিক্রমা প্রকল্পের মার্গ সংলগ্ন বুধি মা ঠাকুরানি মন্দিরের দেওয়ালে লেখা পাওয়া গেছে। সেখানে উল্লেখ আছে, জঙ্গিরা মন্দির ধ্বংস করে দেবে, সঙ্গে কিছু ফোন নম্বরও রয়েছে। এতে পুরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুপুরে আটক করা হয়েছে রঘুনাথ সাহু নামে এক ব্যক্তিকে, যিনি পুলিশের কাছে দেওয়াল লিখনের কথা স্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন হল, তিনি কেন এমন একটি বার্তা লিখলেন? কি অন্য কোনও চক্রান্তকারীর নির্দেশে তিনি এটি করেছেন, সিসিটিভি এবং কঠোর নিরাপত্তার কারণে ধরা পড়ার ভয়েই? তদন্তকারী টিম বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে দিল্লিতে বড়সড় হামলার পরিকল্পনার ‘ইনপুট’ এসেছে গোয়েন্দাদের কাছে। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী সহ প্রায় গোটা মন্ত্রিসভা এবং ভারতের সামরিক বাহিনীর কর্তারা উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিরাও আসবেন। তাই এদিন সকাল থেকে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরনো দিল্লির অঞ্চলে নিরাপত্তা কার্যত নিষ্ক্রিয় করা হয়েছে। চাঁদনি চক, দরিয়াগঞ্জ অঞ্চলে দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার দুপুরের পর একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে রাজধানী সকাল থেকে তীব্র যানজটে অবরুদ্ধ।

এনএসজি কমান্ডো, দিল্লি পুলিশ, আধা সামরিক বাহিনী, মিলিটারি ইন্টেলিজেন্স এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এদিন থেকে দিল্লিজুড়ে রাস্তার দখল নিয়েছে। ১৫ আগস্ট সকালে বিমানবন্দরে উড়ান বন্ধ রাখার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গেছে, ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানের শাসক ও জঙ্গি গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে উঠেছে। গোয়েন্দা তথ্য বলছে, তারা প্রতিশোধের পরিকল্পনা করছে। স্বাধীনতা দিবসকে ভারতকে আঘাত করার জন্য আদর্শ সময় হিসেবে দেখছে জঙ্গিরা। তাই সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen