ফের রক্তাক্ত ভূ-স্বর্গ, জঙ্গিদের গুলিতে নিহত সমাজকর্মী
জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।
April 27, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ক্ষত সারতে না সারতেই ফের রক্তাক্ত হল জম্মু-কাশ্মীরের মাটি। কান্দিখাস এলাকায় এক সমাজকর্মীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
জানা গিয়েছে, নিহত ওই সমাজকর্মীর নাম গুলাম রসুল মার্গে। শনিবার রাতে তাঁকে বাড়ির কাছেই ঘিরে ধরে কয়েক জন জঙ্গি। গুলি চালানো হয়। পেটে এবং হাতে গুলি লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়েরা তাঁকে হান্দোয়ারার একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৪৫ বছরের ওই সমাজকর্মীর। সমাজকর্মীর উপর হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সেনা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।