Tesla in India: অবশেষে ভারতে টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম উদ্বোধন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা (Tesla) অবশেষে ভারতে তাদের যাত্রা শুরু করল। মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (BKC) ৪,০০০ বর্গফুট জুড়ে খোলা হয়েছে সংস্থার প্রথম টেসলা শোরুম বা টেসলা এক্সপিরিয়েন্স সেন্টার (Tesla Experience Centre)। অবশেষে বহু প্রতীক্ষিত ভারতীয় বাজারে প্রবেশ করল ইলন মাস্কের (Elon Musk) সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের পরে খুব শীঘ্রই দিল্লিতেও (New Delhi) দ্বিতীয় শোরুম খোলা হবে, যার সম্ভাব্য সময়সীমা এই জুলাই মাসের শেষের দিকে। এই পরিকল্পনার অংশ হিসেবে টেসলা ইতিমধ্যেই ভারতীয় বাজারে স্থানীয় কর্মসংস্থান (local hiring) শুরু করেছে এবং ওয়্যারহাউস স্পেস (warehouse space) সুরক্ষিত করেছে।
ভারতে আপাতত টেসলা শুধুমাত্র একটি মডেল বিক্রি করবে – মডেল ওয়াই (Model Y)। চীনের সাংহাইয়ের (Shanghai) কারখানা থেকে ইতিমধ্যেই ৬টি গাড়ি মুম্বইতে এসে পৌঁছেছে। গাড়ির ডেলিভারি (delivery) শুরু হবে আগামী মাস থেকেই, এমনটাই জানিয়েছে সংস্থার সূত্র।
গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট বিক্রি হবে: রিয়ার হুইল ড্রাইভ, যার দাম ₹৬০.১ লক্ষ টাকা, এবং লং রেঞ্জ ভ্যারিয়েন্ট, যার দাম ₹৬৭.৮ লক্ষ।