TET 2023 Result: পুজোর আগেই প্রকাশিত হল টেট ২০২৩-এর ফল, পাশ করেছেন ৬৭৫৪ জন, কীভাবে দেখা যাবে ফলাফল?

September 24, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: বুধবার প্রকাশিত হল টেট ২০২৩-এর ফল। এই পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষের বেশি জন। আর উত্তীর্ণ হয়েছেন ৬ হাজারের কিছু বেশি জন পরীক্ষার্থী। দুর্গাপুজোর আগে ফল প্রকাশ হওয়ায় স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটেছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ওএমআরশিটের কপি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

 

২০২৩ সালে টিচার্স এলিজিব্লিটি টেস্ট বা টেটের পরীক্ষা হয় ডিসেম্বর মাসের ২৪ তারিখে। কবে সেই পরীক্ষার ফলাফল বেরবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। পুজোর মুখে সুসংবাদ পেল পরীক্ষার্থীরা। ২০২৩ সালে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৩০৯০৫৪ জন। পরীক্ষায় বসেন ২৭৩১৪৭ জন। পরীক্ষায় পাশ করেছেন ৬৭৫৪ জন। প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৪জন।

https://wbbpe.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (FOR CLASSES I TO V, PRIMARY) ক্লিক করতে হবে। তারপর Result of TET-2023তে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ দিলেই দেখা যাবে ফলাফল। তা প্রিন্ট আউট করতে পারবেন পরীক্ষার্থীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen