Thailand-Cambodia Clash: আরও এক যুদ্ধ থামিয়ে নিজেকে President of Peace ঘোষণা ট্রাম্পের
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর মিলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩২: থাইল্যান্ড ও কম্বোডিয়ার (Thailand- Cambodia Clash) সংঘর্ষে হস্তক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, তাঁরই মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। নিজেকে ‘President of Peace’ বলেও ঘোষণা করেছেন তিনি।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর মিলেছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও গোলাগুলি থামেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ ট্রাম্প লেখেন, “আমি থাইল্যান্ডের অ্যাক্টিং প্রধানমন্ত্রী এবং কাম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে বলেছি, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে, কোনও বাণিজ্য চুক্তি হবে না। এরপর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।” তিনি আরও দাবি করেন, তাঁর নির্দেশেই ট্রেড টিম ফের দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করছে। তিনি লিখছেন, “মাত্র ছ’মাসেই আমি একের পর এক যুদ্ধ বন্ধ করেছি। আমি গর্বিত, আমি শান্তির প্রেসিডেন্ট।”
উল্লেখ্য, আসিয়ান (ASEAN)-র সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের শান্তি আলোচনায় মধ্যস্থতা করেন। মালয়েশিয়ার রাজধানীর কাছে নিজের বাসভবনে থাই ও কাম্বোডিয়ান নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বার বার বাণিজ্যকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি, ঘুরিয়ে-ফিরিয়ে নোবেল কমিটিকে বারংবার বার্তা দিচ্ছেন।