গাঁজা চাষকে বৈধ বলে ঘোষণা করল থাইল্যান্ড

একাধিক ঔষধি গুণ থাকলেও গাঁজা মূলত নেশার দ্রব্য হিসেবেই সকলের কাছে পরিচিত।

June 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: টুইটার

একাধিক ঔষধি গুণ থাকলেও গাঁজা মূলত নেশার দ্রব্য হিসেবেই সকলের কাছে পরিচিত। এই ঔষধি গুণকে মাথায় রেখে এবার গাঁজা চাষকে বৈধ বলে ঘোষণা করল থাইল্যান্ড। শুধু চাষই নয়, উপকারী খাদ্য ও পানীয় হিসেবেও গাঁজাকে বৈধ বলে জানিয়েছে তাইল্যান্ড সরকার। তবে জনসমক্ষে ধোয়া উড়েয় গাজা সেবনের উপর আগের মতোই থাকছে নিষেধাজ্ঞা।


থাইল্যান্ড এশিয়ার প্রথম দেশ যারা গাঁজা চাষকে বৈধ বলে ঘোষণা করল। ইউরোপ ও আমেরিকার বেশ কিছু দেশে গাঁজা চাষ আগে থেকেই বৈধ। ২০১৮ সালেই গাঁজা মজুত রাখতে আইনি স্বীকৃতি দিয়েছিল থাইল্যান্ড সরকার। সূত্রের খবর, এরফলে সে দেশে অবৈধভাবে গাঁজার আমদানি বাড়ছিল। কারণ, গাঁজা চাষে নিষেধাজ্ঞা ছিল। এবার থাইল্যান্ড সরকারের নতুন সিদ্ধান্তের পর সে দেশে অবৈধ গাঁজার আমদানি কমবে।

গাঁজা চাষে উৎসাহ দিতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ১০ লক্ষ গাঁজার চারা বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen