‘ওটা তো বিজেপির অনুষ্ঠান’’, গীতাপাঠের আসরে অনুপস্থিতি নিয়ে কটাক্ষের জবাব মমতার

December 8, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৪: রবিবার ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে (Gita chanting event) আমন্ত্রণ থাকলেও সেখানে দেখা যায়নি তাঁকে। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই অনুপস্থিতি নিয়ে গত ২৪ ঘণ্টায় কম কটাক্ষ ছুড়ে দেয়নি গেরুয়া শিবির। সোমবার উত্তরবঙ্গ সফরের আগে সেই সমালোচনারই কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন, ‘‘ওটা তো বিজেপির অনুষ্ঠান, আমি কী করে যাব?’’

সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে মেরুকরণের রাজনীতিতে শান দিতে রবিবার, ৭ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছিল আরএসএস (RSS) ঘনিষ্ঠ সংগঠন ‘সনাতন সংস্কৃতি সংসদ’। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। রবিবার রাজ্যপাল ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে গীতাপাঠে (Gita Path) অংশ নিলেও, গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই অনুপস্থিতিকে হাতিয়ার করে আসরে নামে বিজেপি (BJP)। বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতির গলায় শোনা যায় সমালোচনার সুর। বিজেপির অভিযোগ, ইদ বা ক্রিসমাসের মতো সংখ্যালঘুদের উৎসবে মুখ্যমন্ত্রী যতটা সক্রিয় থাকেন, হিন্দুদের অনুষ্ঠানে ততটা নন। ভোটব্যাঙ্কের কথা ভেবেই তিনি গীতাপাঠের মতো অনুষ্ঠানে যোগ দেননি বলে দাবি করেন বিজেপি নেতারা।

সোমবার কোচবিহার যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই সমস্ত সমালোচনার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন কেন তিনি ওই অনুষ্ঠানে যাননি। মুখ্যমন্ত্রী বলেন, ”আমি কী করে যাব ওখানে? ওটা তো বিজেপির অনুষ্ঠান। আমার একটা আলাদা আদর্শ আছে। আমি তো ওখানে যেতে পারি না। নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। আর তাছাড়া যারা বলে যে নেতাজিকে পছন্দ করে না, বিদ্যাসাগর-রামমোহন রায়কে পছন্দ করে না, তাদের সঙ্গে আমি নেই। থাকতে পারব না।”

পাশাপাশি তিনি এও বুঝিয়ে দেন, অনুষ্ঠানটি যদি কোনও রাজনৈতিক দলের না হয়ে অরাজনৈতিক বা নিরপেক্ষ হতো, তবে তিনি নিশ্চয়ই যেতেন। মমতার কথায়, ‘‘নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। আর তাছাড়া যারা বলে যে নেতাজিকে পছন্দ করে না, বিদ্যাসাগর-রামমোহন রায়কে পছন্দ করে না, তাদের সঙ্গে আমি নেই। থাকতে পারব না।’’

এদিনের মন্তব্যেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, বিজেপির হিন্দুত্বের রাজনীতির মোকাবিলায় তিনি নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ওপরেই ভরসা রাখছেন। গীতাপাঠের আসরকে সরাসরি ‘বিজেপির অনুষ্ঠান’ বলে দাগিয়ে দিয়ে বিরোধী শিবিরের ‘তোষণ’ বাণের ধার অনেকটাই ভোঁতা করে দিতে চাইলেন তিনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen