পার্কস্ট্রিটে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরই কড়া পদক্ষেপ, ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ সিল করল প্রশাসন

বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে থাকা ছ’টি রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয় অগ্নি সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে

May 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক পরিদর্শনের পরই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে থাকা ছ’টি রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয় অগ্নি সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে। দমকল বিভাগ, কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, রেস্তরাঁগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থার ঘাটতি ছিল। অভিযোগ, ছাদ আটকে অবৈধভাবে রেস্তরাঁ চালানো হচ্ছিল এবং বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার সারি সারি রাখা ছিল। এই পরিস্থিতি ভয়াবহ বিপদের কারণ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে দিঘা থেকে ফেরার পর মেছুয়া বাজার পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোজা চলে যান পার্ক স্ট্রিটে। ম্যাগমা হাউসের সামনে ২৪টি গ্যাস সিলিন্ডার দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানান, এখানে যদি সিলিন্ডার বিস্ফোরণ হয়, তাহলে ৫০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই দমকল, পুরসভা এবং পুলিশের যৌথ বৈঠকের নির্দেশ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen