‘এপিকে’ ফাইলেই ফাঁদ, হ্যাক হচ্ছে ফোনের স্ক্রিন! OTP পড়ে নিচ্ছে প্রতারকরা

ফোনে হঠাৎই এল একটি ফাইল। নামের শেষে লেখা আছে “.apk”। কৌতূহলবশত সেটি ডাউনলোড করতেই বিপদ।

September 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: ফোনে হঠাৎই এল একটি ফাইল। নামের শেষে লেখা আছে “.apk”। কৌতূহলবশত সেটি ডাউনলোড করতেই বিপদ। মুহূর্তে হ্যাক হয়ে যাচ্ছে মোবাইলের স্ক্রিন। গ্রাহকের চোখের সামনেই ওটিপি ভেসে উঠছে, আর দূরে বসেই তা পড়ে নিচ্ছে প্রতারকরা। তারপর অজান্তেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সাইবার বিশেষজ্ঞ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই ধরনের এপিকে ফাইল তৈরি করছে। তারপর হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ই-মেল মারফত গ্রাহকদের ফোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে তা। কখনও অ্যাপ আপডেটের নাম করে, কখনও অফার বা কাস্টমার ডিটেলস যাচাইয়ের অজুহাতে এই ফাইল পৌঁছচ্ছে মোবাইলে। একবার গ্রাহক ভুল করে ডাউনলোড করলেই ফোনের ভিস্যুয়াল অংশ হ্যাক হয়ে যাচ্ছে।

ফলে, ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহারের সময় পাসওয়ার্ড, পিন কিংবা লেনদেনের জন্য আসা ওটিপি সবকিছু হাতিয়ে নিতে পারছে প্রতারকরা। শুধু তাই নয়, ক্যামেরার অ্যাকসেসও চলে যাচ্ছে তাদের হাতে। ফলে ছবি ও ভিডিও পর্যন্ত চুরি হওয়ার আশঙ্কা থাকছে।

বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ মোবাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্ত হলেও স্ক্রিন শেয়ারের মতো ভিস্যুয়াল অংশে সুরক্ষা অনেকটাই দুর্বল। সেই সুযোগকেই অস্ত্র করেছে প্রতারকরা।

পুলিশের সতর্কবার্তা, কোনও ফাইলের নামের শেষে যদি “.apk” লেখা থাকে, তাহলে সেটি ডাউনলোড করা একেবারেই উচিত নয়। সামান্য অসতর্কতা যে কাউকে সর্বস্বান্ত করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen