বিসিসিআই-এর ক্রীড়াসূচি অনুযায়ী চলতি মরশুমে ফের একসঙ্গে খেলবে জোড়া ভারতীয় দল!

শোনা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের আগেই জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে পারে ভারতীয় দল।

February 23, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

এর আগে এমনটা হয়েছে দু’বার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তৃতীয়বারের জন্য একসঙ্গে খেলতে নামতে পারে দুটি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিসিসিআই চলতি মরশুমের জন্য ভারতীয় দলের যে ক্রীড়াসূচি তৈরি করেছে, তাতে দুটি ভারতীয় দল একসঙ্গে না খেলালে সেই ক্রীড়াসূচি অনুযায়ী খেলা সম্ভব নয়।

এমনিতেই চলতি মরশুমে আইপিএল (IPL) এবং বিশ্বকাপ থাকার জন্য ব্যস্ত সূচি ছিল ভারতের। তার উপর আবার নাকি দুটি সংক্ষিপ্ত সিরিজ ভারতীয় দলের ক্রীড়াসূচিতে যোগ হতে চলেছে। শোনা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের আগেই জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে পারে ভারতীয় দল। বিসিসিআই (BCCI) সরকারিভাবে সিদ্ধান্ত না জানালেও এই দুটি সিরিজ নিয়ে ইতিমধ্যেই বোর্ডের অন্দরে আলোচনা হয়েছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। এই দুটি সিরিজ চূড়ান্ত হলে, সেখানে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারতীয় বোর্ড।

এমনিতে ঘরের মাঠের শ্রীলঙ্কা সিরিজ শেষ করার পরই ভারতীয় দলের তারকারা খেলবেন আইপিএল। মে মাসে আইপিএল শেষ হলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলার কথা রোহিতদের। তারপরই ইংল্যান্ড সফরে যাবে ভারতের প্রথম সারির একটি দল। সেই একই সময়ে নাকি দ্বিতীয় সারির একটি দলকে আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়েতে পাঠানোর পরিকল্পনা করছে বোর্ড। এরপরই আবার শ্রীলঙ্কায় ফিরে এশিয়া কাপ (Asia Cup) খেলতে হবে টিম ইন্ডিয়াকে। বোর্ড সূত্রের খবর, সব ঠিক থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীনই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলতে পারে ভারতের আরেক দল। তারপর সেই দলটিই চলে যাবে জিম্বাবোয়ে। তখনও প্রথম সারির দলটি ইংল্যান্ড সফরেই থাকবে।

করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের মধ্যে থেকে এভাবে টানা খেলে যাওয়াটা এমনিতেই বেশ কষ্টকর। তার উপর আবার এত ঠাসা ক্রীড়াসূচি, ক্রিকেটাররা যে বেশ সমস্যায় পড়তে পারেন, তাতে কোনও সংশয় নেই। তবে বিসিসিআই সূত্রের দাবি, সব ক্রিকেটারকেই ঘুরিয়ে ফির‍িয়ে বিশ্রাম দেওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen