সুপারহিট রাজ্যের ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, কত ঋণ দেওয়া হয়েছে প্রকল্পের আওতায়?

১৮ থেকে ৫৫ বছর বয়সীরা সহজ শর্তে ভর্তুকিযুক্ত ও জামানতমুক্ত ঋণ পান ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে।

December 29, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
সুপারহিট রাজ্যের ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, কত ঋণ দেওয়া হয়েছে প্রকল্পের আওতায়? গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: কুড়ি মাস আগে বাংলার সরকার শুরু করেছে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্প। দু-বছরেরও কম সময়ে সাফল্যের নয়া নজির গড়ল ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৮০০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত প্রকল্প আর কদিনের মধ্যেই হাজার কোটির ক্লাবে ঢুকে পড়তে চলেছে।

এক মাস ধরে বাংলার ব্লকে ব্লকে চলা শিল্পের সমাধানে শিবির ২৮ ডিসেম্বর শেষ হয়েছে। জানা গিয়েছে, আরও দেড় লক্ষ তরুণ-তরুণী ক্ষুদ্রশিল্প দপ্তরের আওতাধীন এই প্রকল্পের সুবিধা পেতে আগ্রহ দেখিয়েছেন শিবিরগুলোতে। প্রশাসনের আশা, জানুয়ারির মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ঋণের অঙ্ক এক হাজার কোটির গণ্ডি ছাড়াবে। উল্লেখ্য, রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সীরা সহজ শর্তে ভর্তুকিযুক্ত ও জামানতমুক্ত ঋণ পান ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণের ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ।

আর্থিকভাবে স্বনির্ভর করার এই প্রকল্প ২০২৩ সালের ১ এপ্রিল থেকে চালু হয়েছে। কোনও রাজ্য সরকারের চালু করা এ ধরনের প্রকল্প এত কম সময়ের মধ্যে হাজার কোটির ক্লাবে ঢোকার রেকর্ড নেই বললেই চলে। তামিলনাড়ু সরকার যুবক-যুবতীদের ব্যবসা করার জন্য উৎসাহ দিতে গত কয়েক বছর ধরে নিউ এন্টারপ্রেনর কাম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট স্কিম সহ মোট পাঁচটি প্রকল্প চালু করেছে। পাঁচ প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ২,৯৯৪ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। ওড়িশা সরকার চলতি বছরের গোড়ায় চালু করেছে স্বতন্ত্র যুবা উদ্যমী প্রকল্প। সে রাজ্যে পালাবদলের পর ওই প্রকল্প পথ হারিয়েছে। কেন্দ্রের এবং কয়েকটি ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে এই ধরনের প্রকল্প রয়েছে। কোনও জামানত ছাড়াই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণ পাওয়া যায়। কোনও অপ্রাসঙ্গিক শর্তও নেই। সেই কারণেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের চাহিদা দিন দিন বাড়ছে।

শিল্পের সমাধানে শিবিরে দেড় লক্ষ মানুষ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। ৪০ হাজার আবেদন ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আবেদনগুলি যাচাইয়ের কাজও শুরু করে দিয়েছে। ব্যাঙ্কগুলিকে ৩১ জানুয়ারির মধ্যে ঋণ প্রদান সম্পন্ন করার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen