জলদাপাড়ায় ফিরছে পুড়ে ছাই হওয়া হলং বাংলো,পুনর্নির্মাণে ৩.৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৪: জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী হলং বনবাংলো। ২০২৪ সালের ১৮ জুন রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে ধ্বংস হয়ে যায় বাংলোটি। দীর্ঘদিন ধরে পুনর্নির্মাণের দাবি ওঠার পর অবশেষে রাজ্য সরকারের সবুজ সঙ্কেত মিলল। পুনর্গঠনের জন্য বরাদ্দ হল প্রায় ৩ কোটি ৮০ লক্ষ টাকা।
তবে নতুন বনবাংলোর নির্মাণ হবে সম্পূর্ণ ভিন্নভাবে। শুধু কাঠ নয়—আগুনের ঝুঁকি এড়াতে কাঠ ও কংক্রিট মিলিয়ে তৈরি হবে পুরো কাঠামো। তবু বাহ্যিক রূপে ফিরবে সেই পুরোনো সৌন্দর্য—আগের মতো থাকবে ৮টি ঘর, একই নক্সার সিঁড়ি, টিনের আদলের চাল, এবং ক্লাসিক শৈলী।
জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভিন কাসোয়ান জানিয়েছেন, “যে ঐতিহ্য ভেঙে পড়েছিল, তা আগের চেহারায় ফেরানোর সর্বোচ্চ চেষ্টা চলছে।”
ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহার কথায়—“
এই বাংলোটি পর্যটকদের কাছে ছিল মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু, দেশ বিদেশ থেকে একাধিক পর্যটক এই ঐতিহ্যবাহী বাংলো দেখতে আসতো।”