বিরোধীদের চাপে অবশেষে সংসদে ‘বন্দেমাতরম’ নিষেধাজ্ঞা প্রত্যাহার কেন্দ্রের!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৩: সংসদে ফিরছে ‘বন্দেমাতরম’! মমতার কড়া প্রতিবাদের পর তোলা হল কেন্দ্রীয় ফতোয়া। কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছিল, সংসদ চত্বরে আর বলা যাবে না ‘জয় হিন্দ’ কিংবা ‘বন্দেমাতরম’। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় প্রবল সমালোচনা।
শীতকালীন অধিবেশন শুরুর আগে ২৪ নভেম্বর সাংসদদের আচরণবিধি সংক্রান্ত বুলেটিনে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়। বিরোধীরা অভিযোগ তোলে, জনগণের কণ্ঠরোধের পর এবার জনপ্রতিনিধিদের কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্র।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “বন্দেমাতরম তো জাতীয় গান। তাহলে কি বাংলার পরিচয় মুছে দিতে চাইছে কেন্দ্র? বাংলা ভারতের বাইরে নয়।”
তৃণমূলের (TMC) সাংসদরা সংসদে এই নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নেন। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলও প্রতিবাদে শামিল হয়। প্রবল চাপের মুখে কেন্দ্র নির্দেশিকা থেকে বিতর্কিত অংশ প্রত্যাহার করে নেয়।
২০১০ সালের রাজ্যসভার রুলবুকে ছিল একই কথা। তাহলেও পালটা প্রশ্ন, এখন কেন প্রত্যাহার? তার অবশ্য কোনও জবাব নেই সরকার তথা সচিবালয়ের কাছে।
১৮৭০ সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘আনন্দমঠ’-এ (১৮৮২)। ১৯৫০ সালে এটি আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় গান হিসেবে গৃহীত হয়। বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহারের মধ্য দিয়ে সংসদে আবার শোনা যাবে ‘জয় হিন্দ’ ও ‘বন্দেমাতরম’-এর স্লোগান।