আধার আপডেটের খরচ বাড়াল কেন্দ্র, কত টাকা দিতে হবে জানেন?

September 26, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: উৎসবের মরশুমে আধার আপডেটের (Adhaar Update) খরচ বাড়িয়ে দিল মোদী সরকার। ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে এক ধাক্কায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে ২৫ থেকে ৫০ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে। প্রসঙ্গত, যে পরিষেবাগুলিতে বর্তমানে ১০০ টাকা করে নেওয়া হয়, তার খরচ ১২৫ টাকা করা হচ্ছে। যে আপডেশনের খরচ বর্তমানে ৫০ টাকা, সেগুলি বাড়িয়ে ৭৫ টাকা করা হচ্ছে।

 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ হচ্ছে ১২৫ টাকা। কেউ যদি নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তাঁকে খরচ করতে হবে ৭৫ টাকা। প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয়, তাহলেও খরচ সবক’টির জন্য ৭৫ টাকা। কোনও ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাঁকে আলাদা করে কোনও খরচ বহন করতে হবে না।

 

পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, তাতে টাকা লাগবে না। ১৫ বছর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয়, সেক্ষেত্রেও বিনামূল্যে মিলবে পরিষেবা। কিন্তু একের অধিকবার বায়োমেট্রিক আপডেট করলে ১২৫ টাকা খরচ করতে হবে। সাত থেকে ১৫ বছর বয়সের জন্য আপাতত কোনও খরচ নেওয়া হবে না। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে।

 

কোনও ব্যক্তি নিজের পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ ইত্যাদির প্রেক্ষিতে যদি কোনও নথি জমা করতে চান, সেক্ষেত্রে ‘মাই আধার’ পোর্টালে গিয়ে তা করতে পারেন। যার জন্য ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত কোনও খরচ দিতে হবে না। কিন্তু কোনও আধার সেন্টারে গিয়ে এই পরিষেবাটি নিলে ৭৫ টাকা খরচ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen