মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বদল

কল্যাণময়বাবুর জায়গায় নতুন পর্ষদ সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ দপ্তর সূত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।

June 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বদল করা হল। এতদিন পর্ষদের সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর মেয়ার আর বাড়ল না।

কল্যাণময়বাবুর জায়গায় নতুন পর্ষদ সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ দপ্তর সূত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।

রামানুজ গঙ্গোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। সভাপতি বদলের পাশাপাশি শিক্ষা দপ্তর একটি নয় সদস্যের কমিটি গঠন করেছে। আগামী এক বছরের জন্য এই কমিটি মধ্যশিক্ষা পর্ষদে কাজ করবে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে কল্যাণবাবুর বিরুদ্ধে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানায় কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। সেই কারণেই অপসারিত হলেন তিনি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen