শিক্ষকদের সমস্যা চলতি বছরের মধ্যেই মিটিয়ে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী

স্বস্তির নিঃশ্বাস ফেলে নবান্ন থেকে শিক্ষকদের সমস্যা চলতি বছরের মধ্যেই মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

April 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানিতে রাজ্য সরকার এবং চাকরিহারাদের সাময়িক স্বস্তি মিলেছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে নবান্ন থেকে শিক্ষকদের সমস্যা চলতি বছরের মধ্যেই মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ডিসেম্বর মাস পর্যন্ত সময় পেয়ে গিয়েছি। অনেকে বলছে ২০২৬ সাল পর্যন্ত যাবে। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত যাওয়ার প্রশ্ন নেই। এই বছরের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

মমতা বলেন, ‘‘আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না।’’

শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে না। এ’প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি, সরকারের প্রতি ভরসা রাখুন।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বেতন পাবেন। আমরা ভাবছিলাম কেমন করে বেতন দেব। তাই বলব আইনের উপর ভরসা রাখুন। সরকারের উপর ভরসা রাখুন। আমরা সবসময় শিক্ষকদের পক্ষে। আপনাদের আঘাত লাগলে সেটা আমারও বেদনার। চিন্তা করবে না। মন দিয়ে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ান।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen