ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য মমতাকে চাইছেন দেশের বিশিষ্ট নেতারা, সাংসদ হয়ে বললেন ঋতব্রত
দুটি বিষয় নিয়েই আজ মুখ খোলেন ঋতব্রত। তিনি বলেন, ‘এই এক দেশ, এক ভোট আসলে দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফের রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় গিয়ে শংসাপত্র নিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি।
জহর সরকারের ছেড়ে দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ। আর সেই পদে আসীন হলেন ঋতব্রত। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। আর বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।
ইতিমধ্যেই এনডিএ সরকারের ক্যাবিনেটে পাশ হয়েছে ‘এক দেশ, এক ভোট’ বিল। যার বিরোধিতা করেছেন দেশের তামাম বিরোধী দলের নেতারা। এই আবহে জাতীয় রাজনীতির অলিন্দে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্যও চাইছেন সর্বভারতীয় নেতারা। এই দুটি বিষয় নিয়েই আজ মুখ খোলেন ঋতব্রত। তিনি বলেন, ‘এই এক দেশ, এক ভোট আসলে দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ। যা বিজেপি করে চলেছে। এটা কিছুতেই চলতে পারে না। আর দেশের বিশিষ্ট নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে চাইছেন। কারণ বিজেপি বিরোধী শক্তি হিসাবে একমাত্র প্রমাণিত তৃণমূল কংগ্রেস।’