‘যে মায়ের সন্তান মারা গেছে, সেই মায়ের কান্না কম জোরাল নয় তিলোত্তমার মায়ের কান্না থেকে’, বললেন সৃজিত

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। নবান্নে মুখ্যমন্ত্রী দেখা করে কথা বলতে রাজি হলেও লাইভ ভিডিয়োয় নিয়ে নিজেদের জায়গায় অনড় চিকিৎসকরা। ফলে একটা অচলাবস্থা চলছেই। এমন অবস্থায় কী বললেন সৃজিত মুখোপাধ্যায়?

September 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। নবান্নে মুখ্যমন্ত্রী দেখা করে কথা বলতে রাজি হলেও লাইভ ভিডিয়োয় নিয়ে নিজেদের জায়গায় অনড় চিকিৎসকরা। ফলে একটা অচলাবস্থা চলছেই। এমন অবস্থায় কী বললেন সৃজিত মুখোপাধ্যায়?

‘টেক্কা’র প্রচারে গিয়ে সৃজিত মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি প্রথমেই প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর। জানান তিনি অন্তত কথা বলার চেষ্টা করছেন। পরিচালকের কথায়, ‘কিন্তু এটাও তো ঠিক যে আমরা যদি পুরো দেশের প্রেক্ষাপটটা ভেবে দেখি তাহলে উনি অন্তত কথা বলার চেষ্টাটা করছেন। সেই চেষ্টা তো গোটা দেশের অনেক জায়গায় হয় না। মানে আলোচনাই হয় না। বসে কথা বলার কোনও স্কোপ থাকে না। প্রেস কনফারেন্স হয় না। তাই এখানে এই বিষয়টা নিয়ে এভাবে দেখলে চলবে না।’ সৃজিত এদিন আরও বলেন, ‘আশা রাখতে হবে প্রশাসন এবং আইন ব্যবস্থার উপর। আর যেখানে যেখানে গাফিলতি হয়েছে, প্রমাণ পাওয়া গিয়েছে সেই গাফিলতির দায় স্বীকার যাতে করা হয় সেটা দেখা উচিত। কিন্তু আমরা এটা বলতে পারি না যে কিছুই তো হচ্ছে না।’

সৃজিত আরও বলেন, ‘যে মায়ের সন্তান মারা গেছে, সেই মায়ের কান্না কম জোরাল নয় তিলোত্তমার মায়ের কান্না থেকে। ফলে আমরা তো মৃত্যুর মধ্যে বাছবিচার করতে পারি না, তাই না? মৃত্যু তো মৃত্যুই। আমাদের তারাতারি এই বৈঠকে বসে সমাধান করতে হবে, যাতে কোনও মৃত্যুই না হয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen