বিএড কোর্সের মেয়াদ ফের ফিরে আসছে এক বছরে
মূলত মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলিকেই এই সুযোগ দেওয়া হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিএড কোর্সের মেয়াদ ফের ফিরে আসছে এক বছরে। ২০২৬ সাল থেকে আগের ফরম্যাটে ফিরিয়ে আনা হচ্ছে এই কোর্সকে। অবশ্য, এখনই সমস্ত বিএড কলেজ এই কোর্স চালুর সুযোগ পাবে না।
বিএডে যে পড়ুয়ার সংখ্যা কমছে এবং এই কারণেই কোর্সটিকে আকর্ষণীয় রাখতে সময়সীমা কমানোর কথা ভাবা হয়েছে, তা মেনে নিয়েছেন এনসিটিই চেয়ারম্যান পঙ্কজ অরোরাও। তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, চার বছরের ডিগ্রি কোর্স উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর ছাত্রছাত্রীরাই এর সুযোগ পাবেন। আর যে সব প্রতিষ্ঠান এই কোর্স শুরুর সুযোগ এখনই পাবে, সেগুলিতে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম (আইটিইপি) চালু থাকতে হবে।
মূলত মাল্টিডিসিপ্লিনারি প্রতিষ্ঠানগুলিকেই এই সুযোগ দেওয়া হবে। সারা দেশে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে ৬৪। যে প্রতিষ্ঠান ২০২৮ সালের মধ্যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ২০৩০ সালের মধ্যে আইটিইপি চালুর অঙ্গীকার করবে, তাদেরও এই কোর্স চালানোর অনুমোদন দেওয়া হবে। এই ভাবনাগুলি নিয়ে বিভিন্ন মহলের মতামত নেবে এনসিটিই। ২১ দিন ধরে চলবে সেই প্রক্রিয়া।
এবার দেখে নেওয়া যাক রাজ্যের ছবিটা। চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স কিছু বেসরকারি কলেজে চালু রয়েছে। তবে, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে নয়া পদ্ধতির ইন্টিগ্রেটেড কোর্স চালু নেই। সেই কোর্স চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কলেজগুলিতে সেই কোর্স চালুর পরিকাঠামোর হিসেবও গিয়েছে বিকাশ ভবনে। সবদিক ঠিক থাকলে এই বিশ্ববিদ্যালয় সহ কিছু প্রতিষ্ঠানে এক বছরের বিএড চালু হলেও ঢালাও সে সুযোগ থাকছে না বলেই মত বিশেষজ্ঞদের।