পানিহাটির দুর্গার এবার অস্ট্রেলিয়ায় পাড়ি

অস্ট্রেলিয়ার এক বন্ধু মারফত প্রতিমা বানানোর বরাত পেয়েছিলেন অজিত।

May 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
পানিহাটির অজিতের বানানো দুর্গা প্রতিমা যাচ্ছে স্টিভ ওয়া, পন্টিংদের দেশে। ছবি সৌজন্যে: Zee News

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভরা জৈষ্ঠ্যে যেন শরতের ভ্রুকুটি, পানিহাটির অজিতের বানানো দুর্গা প্রতিমা যাচ্ছে স্টিভ ওয়া, পন্টিংদের দেশে। পানিহাটির অজিত পালের ওয়ার্কশপে তৈরি ঠাকুর এবার পুজো পাবে অস্ট্রেলিয়ায়। আগামীকাল অর্থাৎ সোমবার তা জাহাজে চড়বে।

তিন মাস জুড়ে প্রতিমা বানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার এক বন্ধু মারফত প্রতিমা বানানোর বরাত পেয়েছিলেন অজিত। ফাইবার দিয়ে প্রতিমা গড়েছেন অজিত। মাতৃ প্রতিমার ওজন ৭৫ কেজি, উচ্চতায় সাড়ে ৬ ফুট। সোমবার খিদিরপুর ডক থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে দুর্গাপ্রতিমা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen