ভূমিকম্পকে টেনে আনা হল রাজনীতির মঞ্চে! বঙ্গে চড়ছে ভোট রাজনীতির পারদ

November 21, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: শুক্রবার সকালে ভূমিকম্পে (earthquake) কেঁপে ওঠে কলকাতা সহ গোটা রাজ্য। ভূমিকম্প নিয়েও বঙ্গে বাড়ল রাজনীতির উত্তাপ। রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তি তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) একে অন্যকে পাল্টা দিল। প্রথমে অবশ্য বিজেপিই খোঁচা দিয়েছে, জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।

শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ অঞ্চল। বিজেপি প্রথম তা নিয়ে রাজনীতি শুরু করে। X হ্যান্ডেলে লেখা হয়, বাংলায় এই মাত্র ভূমিকম্প অনুভূত হল। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি SIR-এর ফল?

পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূলের X পোস্টে লেখা হয়, এটা আসলে বঙ্গ বিজেপির (BJP West Bengal) পায়ের তলার মাটির কেঁপে ওঠা, কারণ তাঁরা ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট দেখতে পাচ্ছে।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে চড়ছে রাজনীতির পারদ। বলা বাহুল্য, রাজনীতির উত্তাপে সরগরম নভেম্বরের বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen