“নির্বাচন আমার হাতে নয়, প্রস্তুত আছি”— অস্ট্রেলিয়া সফর নিয়ে অবশেষে মুখ খুললেন মহম্মদ শাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন। ২০২৫ সালের ICC Champions Trophy 2025–এর পর থেকেই তাঁকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। চোট ও ফিটনেস সমস্যার কারণে তিনি কিছুদিন মাঠের বাইরে ছিলেন বটে, তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছেন এই অভিজ্ঞ পেসার। আইপিএলেও পারফর্ম করেছেন। তবু আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় ওডিআই ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি শামির। এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে নানা জল্পনা, গুঞ্জন ও মিম ছড়িয়ে পড়েছে। অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন শামি।
তিনি বলেন, “নির্বাচন হওয়া বা না হওয়া আমার হাতে নেই। এটি নির্বাচক কমিটি, কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত। তারা যদি মনে করেন আমি দলের অংশ হওয়া উচিত, তবে তারা আমাকে দলে নেবেন। আর যদি মনে করেন আরও কিছু সময় দরকার, সেটাও তাদের হাতে। আমি নিয়মিত অনুশীলন করছি এবং প্রস্তুত আছি।”
নিজের ফিটনেস নিয়েও কথা বলেন তিনি। শামির ভাষায়, “আমার ফিটনেস একদম ঠিক আছে। যখন মাঠের বাইরে থাকেন, তখন মোটিভেশন ধরে রাখা খুব জরুরি। আমি দলীপ ট্রফিতেও খেলেছি। প্রায় ৩৫ ওভার বল করেছি এবং ভালো রিদমে ছিলাম। ফিটনেসে কোনো সমস্যা নেই।”
শুধু নিজের নির্বাচনই নয়, অধিনায়কত্ব পরিবর্তন নিয়েও মত প্রকাশ করেছেন এই তারকা পেসার। ওডিআই দলের নেতৃত্ব এখন শুভমন গিলের হাতে। এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম ছড়ালেও শামি বিষয়টিকে সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই দেখছেন। তিনি বলেন, “এই নিয়ে অনেক মিম তৈরি হচ্ছে। কিন্তু আমার মনে হয় এ নিয়ে কারও আপত্তি থাকা উচিত নয়। এটি Board of Control for Cricket in India (BCCI), নির্বাচক ও কোচদের সিদ্ধান্ত। শুভমন ইংল্যান্ড সফরেও অধিনায়কত্ব করেছে এবং আইপিএলে গুজরাট টাইটেন্স-এরও অধিনায়ক। তাই ওর অভিজ্ঞতা আছে। কারও না কারও হাতে দায়িত্বটা যেতেই হতো, আর সেটা শুভমনকে দেওয়া হয়েছে। আমাদের এটা মেনে নেওয়া উচিত।”
অবশেষে তিনি বলেন, “আজ একজন অধিনায়ক, কাল অন্য কেউ হবে এই প্রক্রিয়া চলতেই থাকবে। তাই এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।”