শহরের বুকে পুতুলের সাম্রাজ্য, জানেন কোথায়?

মেসি-রোনাল্ডো-নেইমার তাঁদের ভারি পছন্দ। গাড়ির সামনে রাখবেন বলে কিনে নিয়ে যান।

August 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুতুলের এক ছোট্ট দেশ! কিড স্ট্রিটের মুখে ফুটপাতের এক দোকানে গড়ে উঠেছে পুতুলদের নিজস্ব সাম্রাজ্য। দোকানটিতে রয়েছে সিন চ্যান, ডোরেমন, পোকেমন, অ্যাভেঞ্জার্সের ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে মেসি-রোনাল্ডো-নেইমাররা। চিরকালের বিখ্যাত ‘টম অ্যান্ড জেরি’র মতো পুতুলও আছে। চোখ ফেরানো দায়। বাচ্চারা তো যাচ্ছেনই, পাশাপাশি বড়রাও কম যান না। মেসি-রোনাল্ডো-নেইমার তাঁদের ভারি পছন্দ। গাড়ির সামনে রাখবেন বলে কিনে নিয়ে যান।

পুতুলগুলি নাকি চীন থেকে আমদানি করা। ডোরেমন, ক্যাপ্টেন আমেরিকাদের নিয়ে বিভোর খুদেরা। শিশুরা ‘কিনে দাও’ বলে বায়না জুড়ছে। তরুণ প্রজন্মের মধ্যেও উৎসাহ কম নয়। পুতুলের দাম ২০০ থেকে ১৪০০ টাকা। মেসি-রোনাল্ডো-নেইমারের পুতুলগুলোর চাহিদা সবচেয়ে বেশি। হিরোদের চোখের সামনে দেখে ঝাঁপিয়ে পড়ছে খুদেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen