রোগী ওটি থেকে বেরোনোর আগেই স্বাস্থ্যসাথী কার্ড পেল পরিবার, ঘটলো চমৎকার

রোগী অপারেশন থিয়েটার থেকে বেরোনোর আগেই মাত্র তিন ঘন্টার মধ্যে রোগীর পরিবার হাতে পেল স্বাস্থ্যসাথী কার্ড।

January 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে:- ফেসবুক

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi Card) নিয়ে নানা মুনির নানা মত, তখনি এক বিরল ঘটনার সাক্ষী হল রাজ্যবাসী। রোগী অপারেশন থিয়েটার থেকে বেরোনোর আগেই মাত্র তিন ঘন্টার মধ্যে রোগীর পরিবার হাতে পেল স্বাস্থ্যসাথী কার্ড।

গত মাসে পড়ে গিয়ে হাড় ভেঙে যায় নবদ্বীপের ৮২ বছর বয়সী এক বৃদ্ধের। ব্যয়বহুল অস্ত্রোপ্রচারই ছিল তাঁকে সুস্থ করার একমাত্র রাস্তা।

আরএন টেগোর হাসপাতালে রোগীকে ১১ই জানুয়ারি ভর্তি করার পর রোগীর এক আত্মীয় সেদিন রাত সাড়ে দশটায় নদীয়া জেলার ডিএমকে ফোন করেন। তার কিছুক্ষনের মধ্যেই ফোন আসে জেলার স্বাস্থ্য দপ্তরের ইনচার্জের। চেয়ে পাঠানো হয় রোগীর নথি। আর সব শেষ রাত ১২ টা ৪০-এ ফোন আসে নবদ্বীপের বিডিওর। তিনি বলেন, পরদিন ছুটি থাকলেও এই বিশেষ কাজটি করতে তিনি আসবেন অফিস। রোগীর পরিবারের সদস্য যেন পরদিন অফিস আসেন।

এর কিছুক্ষনের মধ্যে আইটি ইনচার্জ ফোন করে যেতে বলেন পরিবারের সদস্যদের। ততক্ষনে অপারেশন শুরু হয়ে গেছে। অপারেশন শেষ হওয়ার কিছু আগে রোগীর ওই আত্মীয়র কাছে ডিএম (District Magistrate) সাহেবের মেসেজ আসে। আর সেই মেসেজে পরিবারের সদস্যদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হচ্ছে তার গ্ৰুপ ছবি। এরই মধ্যে ডাক্তার বেরিয়ে বলেন অপারেশন সফল হয়েছে। হ্যাঁ, এতটাই চোখের নিমেষে হয় পুরো কাজ।

নিজের অভিজ্ঞতা লিখে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর আত্মীয় রাজেশ সাহা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen